"আসসালামু আলাইকুম।
আমি মোঃ ইমরান বন্দ, বিওয়াইসিএফ-এর একজন গর্বিত সদস্য এবং বর্তমানে এই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আজ আপনাদের জানাতে চাই এই সংগঠনের সাথে জড়িয়ে আছে আমার আত্মা, আমার ভালোবাসা এবং আমার দায়িত্ববোধ।
বিওয়াইসিএফ কেবল একটি নাম নয়—এটি নিজেকে গড়ে তোলার একটি জায়গা, একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। আমরা কাজ করি সমাজের মানুষের কল্যাণে, বিশেষ করে সেই সব মানুষের জন্য, যাদের কণ্ঠস্বর সমাজে খুব কমই শোনা যায়। আমরা বিশ্বাস করি, পরিবর্তন কখনো একা আসে না, তা আসে সম্মিলিত প্রচেষ্টায়। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা একত্রিত হয়েছি।
একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার দায়িত্ব হল সংগঠনের ভিত মজবুত করা, সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সকলে মিলে সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া। আমাদের মধ্যে কেউ ছোট বা বড় নয়—আমরা সবাই সমান, সবাই একজন অপরজনের শক্তি।
আমরা চাই, বিওয়াইসিএফ হোক এমন এক প্ল্যাটফর্ম যেখানে তরুণেরা নিজেদের গড়ে তুলবে, নেতৃত্ব দিবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
শেষে আমি বলব—চলো বদলাই সমাজ, একসাথে, এক মননে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, বিওয়াইসিএফ-এর পতাকা আমরা সম্মানের সাথে বহন করবো, আর মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবো।
ধন্যবাদ,
মোঃ ইমরান বন্দ
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)
জয় হোক মানবতার, জয় হোক ঐক্যের।"